ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

বিভিন্ন স্থানে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা

প্রকাশিত : ১৩:১৫, ২৭ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৩:১৫, ২৭ ডিসেম্বর ২০১৬

শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন স্থানে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। ঠাকুরগাঁওয়ে গত কয়েকদিনে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এদিকে, চুয়াডাঙ্গায় সর্দি-কাশি ও কোল্ড ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। দেশের উত্তরাঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা। সেই সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। ঠাকুরগাঁওয়ে নিউমোনিয়া, ডায়রিয়াসহ শিশুদের ঠান্ডাজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিন ৫০ থেকে ৬০টি শিশু ভর্তি হচ্ছে জেলার বিভিন্ন হাসপাতালে। এ’ অবস্থায় শয্যা সংকটের ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক-নার্সরা। চুয়াডাঙ্গায় শ্বাসকষ্ট, সর্দি-জ্বরে আক্রান্ত হয়েছেন অনেকে। সদর হাসপাতালের বর্হিবিভাগে, দিনে দুই শতাধিক শিশু ও বয়স্ক রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসকরা বলছেন, এলাকায় কয়েকদিন ধরে টানা হিমেল হাওয়ার কারণে তাপমাত্রা উঠানামা করেছে, যা শরীরের সাথে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। ঠান্ডাজনিত রোগ থেকে রক্ষায় শিশুদের সাবধানে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ্হনংঢ়;
Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি