ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

বিমানবন্দর সম্প্রসারণের কাজ দ্রুত এগিয়ে চলছে

প্রকাশিত : ১৫:৪২, ১৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৪২, ১৮ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

দ্রুত এগিয়ে চলছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের প্রথম পর্যায়ের কাজ। ২০১৮ সালের মধ্যেই এটি আধুনিক আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত হবে বলে আশা বন্দর কর্তৃপক্ষের। বিমানবন্দরটি পুরোপুরি চালু হলে কক্সবাজারে বাড়বে দেশী-বিদেশী পর্যটকদের সংখ্যা, এমন প্রত্যাশা তাদের। পাহাড়-সমুদ্রে ঘেরা অপরুপ সৌন্দর্যের লীলাভূমি পর্যটন নগরী কক্সবাজার। এই অঞ্চলের পর্যটন শিল্পকে ঘিরে বর্তমান সরকার যে ২৫টি মেগা উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে, তার মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ কাজ অন্যতম। দ্রুত গতিতে চলছে এই কর্মযজ্ঞ। ইতোমধ্যে রানওয়ের ৩০ শতাংশ নির্মাণ কাজ শেষ হয়েছে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হবে বলে জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিকমানে রূপান্তরিত হলে পর্যটন শিল্পের আরো বিকাশ ঘটবে বলে আশা সংশ্লিষ্টদের। পর্যটন শিল্পের বিকাশে নেয়া অন্যান্য প্রকল্পও দ্রুত শেষ করার দাবি কক্সবাজারবাসীর।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি