ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

প্রকাশিত : ১৪:৫০, ১২ জুলাই ২০১৬ | আপডেট: ১৪:৫০, ১২ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বেসামরিক বিমান চলচলল কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে বিমানবন্দরের নিরাপত্তা বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর বিমান সদরদপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে একথা জানান, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। মন্ত্রী আরো জানান, সিভিল এভিয়েশন অথরিটি সাত দেশের ডিপ্লোম্যাটদের সঙ্গে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তার বিষয়ে বৈঠক করবে। এছাড়া, বিদেশে বাংলাদেশের সব মিশনকেও বিমানবন্দরের নিরাপত্তার বিষয়ে সবাইকে নিশ্চয়তা দেওয়ার কথা বলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। জঙ্গি ও সন্ত্রাসী কর্মকান্ড মোকাবেলার বিষয়ে মন্ত্রী বলেন, আশপাশে কি ঘটছে, কে কি করছে তার ওপর নজর রাখতে হবে। সবাইকে সচেতন হতে হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি