ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

বিরামপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৭, ৩০ জুন ২০২০

দিনাজপুরের বিরামপুরে অভিযান চালিয়ে জরিমানা আদায়সহ বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে তা আগুনে পুড়িয়ে দেন ভ্রাম্যমান আদালত। 

আজ মঙ্গলবার দুপুর ১২টায় বিরামপুর হাটে অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) মোহসিয়া তাবাসসুম এ জরিমানা আদায় ও কারেন্ট জালগুলো জব্দ করে তা আগুনে পুড়ে ধ্বংস করেন। 

তিনি জানান, ‘বর্তমানে বর্ষার মৌসুমে বিভিন্ন নদ-নদী, খাল, বিলে দেশিয় মাছের প্রজনন চলছে। এক শ্রেণির অসাধু ব্যক্তি নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার ফলে দিন দিন দেশিয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে। বিরামপুর হাটে কারেন্ট জাল বিক্রির খবর পেয়ে ইউএনও পরিমল কুমার সরকারের নির্দেশে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে অসাধু অনেক ব্যবসায়ী আগেই পালিয়ে যায়। এ সময় একজনের কাছ থেকে ৫শ টাকা জরিমানা আদায় করা হয়। পরে জব্দ করা জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।’

নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। 

এআই/এমবি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি