ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

বিশাল রাজস্ব আহরণের ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ২৭ জুন ২০১৮ | আপডেট: ১১:১১, ২৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

প্রস্তাবিত বাজেটে বিশাল রাজস্ব আহরণের ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়া। তবে, ব্যবসায়ি আর করদাতারা এগিয়ে আসলে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব বলে মনে করেন তিনি। অটোমেশনের মাধ্যমে প্রান্তিক ও ছোট ব্যবসায়িদেরকেও ভ্যাট-ট্যাক্সের আওতায় আনা হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান।

আগামী অর্থবছরে ৪ লাখ ৬৪ হাজার ৫শ’ ৭৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৩৯ হাজার ২শ’ ৮০ কোটি টাকা। যা গেলো বারের চেয়ে ৫১ হাজার কোটি টাকারও বেশি। বাজেটে এনবিআরের মাধ্যমে রাজস্ব আয় ধরা হয়েছে ২ লাখ ৯৬ হাজার ২শ’ ১ কোটি টাকা। যা গেলো অর্থ বছরের চেয়ে ৩১ শতাংশ বেশি।

বিশাল এই রাজস্ব আদায়ের ক্ষেত্রে বিভিন্ন কৌশলের কথা তুলে ধরেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে রাজস্ব আদায় বাড়ানোর কথাও বলেন তিনি।

আইন কিছুটা সংশোধন করে কয়েকটি স্তরে ভ্যাট আদায়ের কথা বলেন এনবিআর চেয়ারম্যান।

বিশাল এই রাজস্ব আহরণে চ্যালেঞ্জ থাকলেও, তা অসম্ভব নয় বলে জানান রাজস্ব বোর্ডের এই শীর্ষ কর্মকর্তা।

ব্যাংকিং খাতে কর্পোরেট কর কমানোয় ইতিবাচক ফল আসবে বলেও মনে করেন তিনি।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি