ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫

বিশেষ ট্রেন পছন্দ না হওয়ায় রেললাইনে অবস্থান, দেড়িতে ছাড়লো ট্রেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৩, ৫ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

ট্রেন পছন্দ না হওয়ায় আন্দোলনকারীরা রেললাইনের ওপরে বসে পড়ায় ঘণ্টাখানেক দেরিতে রাজশাহী রেলস্টেশন ছেড়ে গেছে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের জন্য বরাদ্দ বিশেষ ট্রেন ও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন।

আজ মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে রেল বিভাগের বরাদ্দ দেওয়া বিশেষ ট্রেনটি যাত্রা উপযোগী নয় দাবি করে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন জুলাই যোদ্ধারা।

রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি ট্রেনও এ সময় আটকে দেন তারা।

বিশেষ ট্রেনটি রাজশাহী থেকে সকাল সাতটা ২০ মিনিটে রওনা হওয়ার কথা ছিল, তবে আন্দোলনের কারণে এটি ছেড়েছে এক ঘণ্টা পর সোয়া আটটায়।

জুলাই যোদ্ধারা জানান, সকালে রাজশাহী স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে বিশেষ ট্রেনটি ছাড়ার কথা ছিল। তার স্টেশনে এ গিয়ে দেখেন যে ট্রেনটি দেওয়া হয়েছে সেটি যাত্রা উপযোগী নয়।

এই ট্রেনে করে দ্রুত পৌঁছানো যাবে না বলে দাবি করেন আন্দোলনকারীরা। এ কারণে ভালো ট্রেন ও বগির জন্য রেললাইনের ওপর অবস্থান নেন তারা।

দাবি আদায়ে আটকে দেন রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন।

এক পর্যায়ে দাবি আদায় নিয়ে আন্দোলনকারীরা দু’ভাগে ভাগ হয়ে পড়েন। উত্তেজনা ছড়িয়ে পড়লে একপক্ষ রেলের বিশেষ ট্রেনে চড়ে এবং আরেক পক্ষ সিলসিটি এক্সপ্রেস ট্রেনে ঢাকা রওনা হন।

পরে রেল বিভাগ সাংবাদিকদের জানিয়েছে, যে ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলো যথেষ্ট মানসম্মত। বিষয়টি ভুল বোঝাবুঝি ছিল।

উল্লেখ্য, সরকার যে বিশেষ ট্রেন বরাদ্দ দিয়েছে তাতে রাজশাহী, পাবনা, ঈশ্বরদী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ স্টেশন থেকে শিক্ষার্থীদের নিয়ে ঢাকা রওনা হওয়ার কথা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি