ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

বিশ্ব উদ্যোক্তা সপ্তাহে চ্যাম্পিয়ন হলেন তিন শিক্ষার্থী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৯, ১৭ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

লন্ডি সার্ভিসের অ্যাপ আইডিয়া ‘ধোপা চাই’ উপস্থাপন করে ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতা-২০১৮’র চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) তিন শিক্ষার্থী। প্রথম রানার আপ হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দল ‘টিম বুনন’ এবং দ্বিতীয় রানার আপ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল ‘টিম হার্ডলি নোজ’।

গত ১৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে এ প্রতিযোগিতার পুরস্কার ঘোষণা করা হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ-২০১৮’র পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুজ্জামান, ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের প্রধান শিবলি শাহরিয়ার, ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান প্রমুখ।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি