ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

বিশ্ব বন্ধু দিবস আজ

প্রকাশিত : ১১:৫৩, ৭ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:৫৩, ৭ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

আজ ৭ আগস্ট, বিশ্ব বন্ধু দিবস। বন্ধু শব্দের মাঝে মিশে আছে নির্ভরতা আর বিশ্বাস। যুগ পরিবর্তনের সাথে সাথে বন্ধুত্বের ধরণ পাল্টেছে। তবে, বন্ধুত্বের বন্ধন রয়ে গেছে আদি ও অকৃত্রিম। প্রকৃতির চিরন্তন নিয়মে বন্ধুত্ব গড়ে ওঠে মানুষে-মানুষে, ছেলে-মেয়েতে, ছাত্র-শিক্ষকে, বাবা-মায়ে, পাড়া-প্রতিবেশীতে। (আপস: (গান) হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমার-আমার অন্য দিনের ভোরে’। ছোট্ট একটি শব্দ ‘বন্ধু’। কিন্তু এর গভীরতা ব্যাপক। হৃদয়ে- হৃদয়ে যে সখ্য তারই নাম বন্ধুত্ব। আর বন্ধু দিবস হচ্ছে বন্ধুকে বিশেষভাবে স্মরণ করতে, এই বিশেষ সম্পর্ককে সম্মান জানাতে- এমনটাই মনে করে নতুন প্রজন্ম। হৃদয়ের সবটুকু আবেগ নিংড়ে, সবটুকু ভালোবাসা দিয়ে যে জায়গায় কথা বলা যায়, তা হলো বন্ধু আড্ডা। প্রায় সবারই বন্ধু আছে; আর বন্ধু থাকলেই দেখা হবে, কথা হবে, হবে অনাবিল আড্ডা। আত্মার কাছাকাছি যার বাস সে-ই বন্ধু, স্বজন। তবে, বন্ধু নির্বাচনে অনেক বেশি সচেতন হতে হবে বলে জানান মনোবিশেষজ্ঞরা। ইতিহাস মতে, ১৯৩৫ সালে, মার্কিন কংগ্রেস আগস্ট মাসের প্রথম রোববার বন্ধুত্ব দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেয়। সেই থেকে দেশে দেশে এই দিনে উদযাপিত হয়ে আসছে বিশ্ব বন্ধু দিবস।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি