বিশ্ব সামুদ্রিক দিবস: টেকসই সমুদ্রপথে জোর দিচ্ছে বাংলাদেশ
প্রকাশিত : ১১:১০, ২৬ সেপ্টেম্বর ২০২৫

গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হয়েছে বিশ্ব সামুদ্রিক দিবস ২০২৫। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (IMO)-এর উদ্যোগে প্রতিবছর এ দিবস পালন করা হয়। এ বছরের প্রতিপাদ্য— “Navigating the Future: Safety, Innovation and Sustainability” বা “ভবিষ্যতের নাবিক: নিরাপত্তা, উদ্ভাবন ও টেকসই সমুদ্রপথ”।
ঢাকায় বাংলাদেশ মেরিটাইম একাডেমি এবং চট্টগ্রাম সমুদ্রবন্দর এলাকায় দিবসটি উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে সরকারি কর্মকর্তা, মেরিটাইম বিশেষজ্ঞ, নৌ-পরিবহন সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা অংশ নেন।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিশ্বের প্রায় ৯০ শতাংশ আন্তর্জাতিক বাণিজ্য সমুদ্রপথে সম্পন্ন হয়। ফলে বৈশ্বিক অর্থনীতি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় সমুদ্রভিত্তিক নিরাপদ নৌপরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সমুদ্র দূষণ, জলদস্যুতা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সরকারও ব্লু-ইকোনমি বাস্তবায়নের মাধ্যমে সমুদ্রসম্পদকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে কাজ করছে। বঙ্গোপসাগরকেন্দ্রিক সম্ভাবনাকে কাজে লাগাতে জাহাজ নির্মাণ, জাহাজ মেরামত, সমুদ্রবন্দর আধুনিকায়ন ও সামুদ্রিক শিক্ষা সম্প্রসারণের নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিশ্ব সামুদ্রিক দিবস উপলক্ষে মেরিটাইম খাতের সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ নিরাপদ ও টেকসই সমুদ্রপথ ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্যে আরও শক্তিশালী অবস্থান গড়ে তুলবে।
এসএস//
আরও পড়ুন