ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার শুভেচ্ছা দূত হলেন সায়মা ওয়াজেদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩০, ৬ জুলাই ২০১৭ | আপডেট: ১১:০৫, ৮ জুলাই ২০১৭

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে অটিজম বিষয়ক শুভেচ্ছা দূত হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন। বৃহস্পতিবার ডব্লিউএইচও`র দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক শাখার এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

ডব্লিউএইচও এর সঙ্গে সায়মা ওয়াজেদের অটিজম বিষয়ক সহযোগিতার ক্ষেত্র বাড়াতে আগামী দুই বছরের জন্য এ অঞ্চলে ‘শুভেচ্ছা দূত’ হিসেবে ওয়াজেদ দায়িত্ব পালন করবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং বিবৃতিতে বলেন, ‘অটিজম মোকাবিলার ক্ষেত্রে সায়মা হোসেনের উৎসাহ ও ধারাবাহিক চেষ্টা প্রশংসনীয়। তিনি অটিস্টিক মানুষের দুর্ভোগের বিষয়ে সচেতনতা সৃষ্টি ও তা লাঘবের জন্য বিশেষ অবদান রাখছেন।’

এর আগে বাংলাদেশে অটিজম বিষয়ক সচেতনতা সৃষ্টির জন্য সায়মা ওয়াজেদকে ২০১৪ সালের সেপ্টেম্বরে ডব্লিউএইচও’র দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয় ‘এক্সেলেন্স ইন পাবলিক হেলথ অ্যাওয়ার্ড’ প্রদান করে। আর ২০১৬ সালের মে মাসে অটিজম বিষয়ক বিশ্বস্বাস্থ্য সংস্থার আঞ্চলিক চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক জানান, শুভেচ্ছা দূত হিসেবে সায়মা ওয়াজেদ ‘থিম্পু ঘোষণা’র প্রসারে কাজ করবেন। থিম্পু ঘোষণার পাশাপাশি সায়মা ডব্লিউএইচও’র অটিজম বিষয়ক আঞ্চলিক কৌশল বাস্তবায়নে ফ্রেমওয়ার্ক গড়ে তোলা, মানসিক স্বাস্থ্য সেবা ও মানসিক-সামাজিক সহযোগিতার ক্ষেত্রে জাতীয় অ্যাকশন প্ল্যান তৈরির কাজে অবদান রাখবেন।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি