ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনাকে ৩-০ গোলে হাড়িয়েছে ব্রাজিল

প্রকাশিত : ১৩:৪৪, ১১ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৪৪, ১১ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বিশ্বকাপ বাছাই পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। ব্রাজিলের মিনেইরোর বেলো হরিজন্তের মাঠে ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। এই হারে বিশ্বকাপের মূল পর্বে খেলা অনিশ্চিত হয়ে পড়লো মেসি বাহিনীর। বিশ্ব ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ মানেই রোমাঞ্চকর আর শিহরণ জাগানো ম্যাচ। তবে, সেই আগুন যুদ্ধে যেন পানি ঢেলে একতরফা জয় তুলে নিলো ব্রাজিল। স্বাগতিক দর্শকদের গগনবিদারী উল্লাসের সুযোগ করে দিতে ম্যাচের ২৫ মিনিটে আর্জেন্টিনার জালে প্রথম বল পাঠান ফিলিপ কাউতিনহো। এক গোলে এগিয়ে থেকে জ্বলে ওঠে সেলেসাওরা। মুহুর্মুহু আক্রমনে দিশেহারা আর্জেন্টাইন রক্ষণভাগ। বিরতির ঠিক আগে দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান নেইমার। গাব্রিয়েল জেসুসের বাড়ানো বলে অসাধারণ গোল করেন এই বার্সা ফরোয়ার্ড। বিরতির পর ৫৮ মিনিটে আর্জেন্টাইন কফিনে শেষ পেরেক ঠুকে দেন পাওলিনহো। রক্ষণভাগের ভুলে দারুন দক্ষতায় গোল করে সমর্থকদের বাঁধন হারা উল্লাসে মাতান মাঝমাঠের এই খেলোয়াড়। এই জয়ে ১১ খেলায় ২৪ পয়েন্ট নিয়ে ল্যাটিন অ্যামেরিকান অঞ্চলে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। আর সমান খেলায় ১৬ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা রয়েছে আগের ষষ্ঠ অবস্থানে। ল্যাটিনো অঞ্চল থেকে ৪টি দল খেলবে মূল পর্বে। আর ওশেনিয়া অঞ্চলের সেরা দলের সঙ্গে প্লে-অফ খেলবে পঞ্চম দল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি