ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

বিশ্বকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জাতিসংঘ প্রধানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৪, ১৭ আগস্ট ২০২১

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ‘আফগানিস্তানে বৈশ্বিক সন্ত্রাসবাদ হুমকি দমনে’ একত্রে কাজ করতে বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তালেবান জঙ্গিরা রাজধানী কাবুলে ঢুকে পড়ার পর নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে এক জরুরি বৈঠকের আয়োজন করা হয়। 

বৈঠকে গুতেরেস বলেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে ‘আমি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং সার্বিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে এক হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি।

গুতেরেস আরও বলেন, আফগানরা ‘আমাদের পূর্ণ সহযোগিতা পাওয়ার যোগ্য।’ 

জাতিসংঘ মহাসচিব ‘আফগানিস্তানের মানবাধিকার সমুন্নত রাখতে একই কণ্ঠস্বরে কথা বলতে’ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আফগান নারী ও কন্যা শিশুদের কষ্টার্জিত অধিকার রক্ষা করা অনেক জরুরি।’

এছাড়া গুতেরেস আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি সম্মান জানাতে এবং সকল ব্যক্তির অধিকার ও স্বাধীনতা রক্ষা করতে তালেবানের প্রতি আহ্বান জানান।

প্রসঙ্গত, তালেবানরা রাজধানীতে প্রবেশ করায় আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি ইতিমধ্যে বিদেশে পালিয়ে গেছেন।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি