ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

বিশ্বে জানুয়ারিতে অব্যাহতভাবে কমেছে খাদ্যমূল্য: ফাও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৭, ৩ ফেব্রুয়ারি ২০২৪

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) খাদ্যমূল্য সূচক জানুয়ারিতে কমেছে। গত বছরের অব্যাহত প্রবণতা মেনেই এ বছরও মূল্য সূচক কমেছে। 

সংস্থাটি এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

ফাও বলেছে, গম ও ভুট্টার দাম কমায় খাদ্যমূল্য কমেছে। 

বিশ্ব বাজারে বিভিন্ন খাদ্য পণ্যের দামের মাসিক সূচক পরিমাপ করে সংস্থাটি। সে অনুযায়ী জানুয়ারিতে খাদ্যমূল্য সূচক দাঁড়িয়েছে ১১৮ পয়েন্ট যা ডিসেম্বরের তুলনায় ১ শতাংশ এবং গত বছরের তুলনায় ১০.৪ শতাংশ কম। 

সরবরাহকারী দেশগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতার কারণে বিশ্বে গমের রপ্তানী মূল্য কমায় ফাওয়ের সিরিয়াল মূল্য সূচক আগের মাসের তুলনায় ২.২ শতাংশ কমেছে। এছাড়া ভূটার দামও কমেছে।

এদিকে, গত সাতমাস ধরে মাংসের মূল্য সূচকও অব্যাহতভাবে কমছে। গত ডিসেম্বরের তুলনায় এ হার ১.৪ শতাংশ কমেছে। 

তবে একইসময়ে চিনির মূল্য বেড়েছে বলে জানিয়েছে ফাও। আগের মাসের তুলনায় জানুয়ারিতে চিনির মূল্য সূচক ০.৮ শতাংশ বেড়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি