ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

বিশ্বের প্রায় তিরিশ কোটি শিশু চরম বায়ূ দূষণের শিকার

প্রকাশিত : ১২:০৪, ৩১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১২:০৪, ৩১ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

বিশ্বের প্রায় তিরিশ কোটি শিশু চরম বায়ূ দূষণের শিকার। সম্প্রতি ইউনিসেফের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত দূষণ সীমার  বাইরে বাস করে প্রায় ৯০ শতাংশ শিশু। ইউনিসেফ সতর্ক করে বলেছে, বছরে ছয় লাখ শিশুর মৃত্যুর কারণ বায়ূ দূষণ। গবেষণায় আরো বলা হয়, পূর্ব এশিয়ার প্রায় সাত কোটি শিশু বিষাক্ত বায়ূ দূষণের শিকার, যার বড় অংশ চীনে বাস করে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং গাড়ির ধোয়া যতটা সম্ভব রোধ করে দূষণ কমানোর পরামর্শ দেওয়া হয়েছে ইউনিসেফের ওই গবেষণাপত্রেও।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি