ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫

আইপিএল

বিশ্বের সবচেয়ে ধনী দলের মালিক এখন আম্বানি

প্রকাশিত : ১০:২৭, ১২ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

বিশ্বের সব থেকে ধনী দলের মালিক এখন আম্বানি। আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্স মুকেশ আম্বানিকে ব্যাপক লাভের মুখ দেখিয়েছে।

২০১৮-১৯ আর্থিক বর্ষে আইপিএলের দল থেকে ব্যাপক মুনাফা হয়েছে আম্বানিদের। গত এক বছরে রিলায়েন্স ইন্ড্রাট্রিজ-এর আর্থিক মুনাফা ১০ মিলিয়ন থেকে বেড়ে হয়েছে ৫০ মিলিয়ন।

ফোর্বসের রিপোর্ট তথ্য দিয়েছে, গত দুই বছরে আম্বানি গোষ্ঠীর আর্থিক মুনাফা হয়েছে দ্বিগুণেরও বেশি। বিশ্বের ৫৮ জন ধনকুবেরের স্পোর্টস টিম রয়েছে। মোট দলের সংখ্যা ৭০টি।

আম্বানিদের ঠিক পরেই দুই নম্বরে রয়েছেন এনবিএ-র লস অ্যাঞ্জেলেস ক্লিপার্স দলের মালিক স্টিভ বালমার৷ গত এক বছরে তাঁর আয় বেড়েছে সাত শতাংশ।

তিন নম্বরে রয়েছে রেড বুলের ডায়েটরিচ মাটেচিজ। একাদিক ক্রীড়াক্ষেত্রে তাদের অবশ্য একাধিক দল রয়েছে।

তথ্যসূত্র: জি নিউজ

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি