ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী জাপানের কানে তানাকা

প্রকাশিত : ১৮:১৭, ৯ মার্চ ২০১৯ | আপডেট: ১৮:১৮, ৯ মার্চ ২০১৯

পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষের বয়স ১১৬ বছর। তিনি জাপানের নারী কানে তানাকা। বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড। শনিবার তাকে এই স্বীকৃতি দেওয়া হয়।

কানে তানাকা ১৯০৩ সালের ২ জানুয়ারি জন্ম নেন। ওই বছর রাইট ভ্রাতৃদ্বয় মানবেতিহাসের প্রথম বিমান উড্ডয়ন করেন।
জাপানের পশ্চিমাঞ্চলীয় ফুকুওকার এক নার্সিং হোমে তানাকা বাস করছেন। সিটি মেয়র শচিরো তাকাশিমা ও শুভাকাক্সক্ষীরা মিলে সেখানে তার এ স্বীকৃতি উদযাপন করেছে।
‘জীবনের কোন মুহূর্তটিতে তিনি সবচেয়ে সুখী হয়েছিলেন?’ এমন প্রশ্নের জবাবে তানাকা বলেন, ‘এখন’।
তানাকা ১৯২২ সালে হাইদিও তানাকাকে বিয়ে করেন। তিনি চার সন্তানের জন্ম দেন এবং পঞ্চম একটি সন্তান দত্তক নেন। কানে প্রতিদিন ভোর ছয়টায় ঘুম থেকে উঠেন এবং বিকেলে অংক নিয়ে পড়াশুনা এবং ক্যালিওগ্রাফির চর্চা করেন।

জাপানেই সাধারণ বেশি বয়স্ক মানুষ বাস করেন। এর আগে জেমুরণ কিমরা নামের বয়স্ক ব্যক্তি ছিলেন। তিনি ২০১৩ সালে ১১৬ বছর বয়সে মারা যান। গির্নেজ বুকের রেকর্ড অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বেশি বয়স্ক মানুষ ১২২ বছর বয়সে ১৯৯৭ সালে মারা যান।

তথ্যসূত্র: এনডিটিভি।

এসএইচ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি