ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

বিসিএস প্রিলির জন্য ১৫ গুরুত্বপূর্ণ পরামর্শ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৬, ৫ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১২:২৩, ৬ ডিসেম্বর ২০১৭

৩৬তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বিশ্বজিত দেবনাথ

৩৬তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বিশ্বজিত দেবনাথ

Ekushey Television Ltd.

৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ পরীক্ষাকে কেন্দ্র করে প্রিলিমিনারিতে অংশগ্রহণকারী প্রার্থীরা স্বল্প সময়ে কীভাবে প্রস্তুতি নেবেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ ১৫টি পরামর্শ দিয়েছেন ৩৬তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বিশ্বজিত দেবনাথ তার দেওয়া টিপস নিয়ে লিখছেন ইটিভি অনলাইনের রিপোর্টার মো. মাহমুদুল হাসান।

১) লেখাপড়ায় সর্বোচ্চ সময় দিন।

২) এ পর্যন্ত যে বিষয়গুলো পড়েছেন তা শুরু থেকে শেষ পর্যন্ত রিভিশন দিন।

৩) যে টপিকগুলো পড়তে অনেক সময় নেয় অথবা কঠিন মনে হয় তা প্রয়োজনে বাদ দিয়ে পড়ুন।

৪) পড়ার সময় যে প্রশ্নটি কঠিন মনে হয় সে প্রশ্নের উত্তরটি খাতায় লিখে রাখুন। পরবর্তীতে উত্তরটি বারবার দেখুন। এতে পরীক্ষায় আসা একাধিক অপশন থেকে সঠিক উত্তরটি বাছাই করা আপনার জন্য সহজ হবে।

৫) শেষ মুহূর্তে বাংলা, ইংরেজি এবং বাংলাদেশ বিষয়াবলির ওপর বেশি করে সময় দিন। এগুলো থেকে বেশি মার্কস তোলা সম্ভব।

৬) অন্যরা যতটুকু জানে সে বিষয়ে চিন্তা না করে, আপনি কতটুকু জানেন এবং এ যুদ্ধে কিভাবে জয়ী হবেন সে উপায় খুঁজুন।

৭) পরীক্ষার হলে ভুল উত্তর দাগানো থেকে বিরত থাকুন।

৮) প্রশ্ন সহজ হলে সবার জন্যই সহজ হবে এবং কঠিন হলে সবার জন্যই কঠিন হবে। তাই এ নিয়ে ভাবার কিছু নেই।

৯) পরীক্ষার আগে বেশি মানসিক চাপ নেওয়া যাবে না, রিলাক্স মুডে থাকার চেষ্টা করুন।

১০) বিস্তারিত না পড়ে গুরুত্বপূর্ণ অংশগুলো পড়ুন।

১১) আপনি এ যুদ্ধে জয়ী হবেন, এর ওপর দৃঢ় বিশ্বাস রাখুন।

১২) সাম্প্রতিক বিষয়গুলোর ওপর এখন কম গুরুত্ব দিন। তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়া যেতে পারে।

১৩) গণিতের সূত্র, ইংরেজি গ্রামারের নিয়মগুলো এবং বাংলা ব্যাকরণের নিয়মগুলো বারবার দেখুন।

১৪) মানসিক দক্ষতা, গণিত, বিজ্ঞান, সাহিত্য ও কম্পিউটারের ক্ষেত্রে বিগত বিসিএস এবং পিএসসির বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো বারবার পড়ুন।

১৫) সম্পূর্ণ বিশ্রামে থাকুন, যাতে করে মনোযোগ সহকারে পড়তে পারেন।

এম/এসএইচ

   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি