ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

‘বিসিএস ভাইভায় চাপ নেবেন না, থাকুন প্রাণবন্ত’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৯, ১০ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১২:১৪, ১১ ডিসেম্বর ২০১৭

৩৬তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বিশ্বজিত দেবনাথ

৩৬তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বিশ্বজিত দেবনাথ

৩৭তম বিসিএসের ভাইভা পরীক্ষা শুরু হয়েছে ২৯ নভেম্বর থেকে। বিসিএসে ভাইভা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিসিএস ভাইভার জন্য ২০০ নম্বর বরাদ্দ থাকে। এ অংশই অনেককে ক্যাডার হতে সাহায্য করে থাকে।

লিখিত পরীক্ষায় একটু পিছিয়ে থাকলেও মৌখিক পরীক্ষায় ভালো করলে আপনি ক্যাডার হয়ে যেতে পারেন। তাই মৌখিক পরীক্ষায় ভালো করার জন্য ভালো প্রস্তুতি প্রয়োজন।  ভাইভা বা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার  গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন ৩৬তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বিশ্বজিত দেবনাথ। তার টিপস নিয়ে লিখেছেন একুশে টেলিভিশন অনলাইন রিপোর্টার মাহমুদুল হাসান।

১) ভাইভা বোর্ডের প্রশ্নের উত্তরগুলো ইউনিক এবং এক্সক্লুসিভভাবে দেওয়ার চেষ্টা করুন।

২) ভাইভা বোর্ডে নিজের প্রতিভাকে শো করুন। যাতে করে পরীক্ষকরা আপনাকে ভালো নম্বর  দিতে উৎসাহিত হন।

৩) আপনি যদি নার্ভাস হোন, তাহলে দেশকে কিভাবে পরিচালনা করবেন। তাই ভাইভা বোর্ডে কখনই নার্ভাস হওয়া যাবে না।

৪) ভাইভা প্রস্তুতিতে সাবলিলভাবে উত্তর দেওয়ার বিষয়ে জোর দিন।

৫) রোজ যেকোনো বিষয়ের ওপর ইংরেজিতে পাঁচ থেকে ১০ মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দিন।

৬) সম্প্রতিক বিষয়ের সবকিছু না পড়ে গুরুত্বপূর্ণ অংশগুলো পড়ুন এবং বলার চেষ্টা করুন।

৭) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করুন। এছাড়া মুক্তিযুদ্ধের ওপর যেসব সিনেমা আছে তা দেখার চেষ্টা করুন।

৮) কবিতাকে ভালোবাসুন। বিশেষ করে গুরুত্বপূর্ণ কবির বিখ্যাত কবিতাগুলো মুখস্ত করতে পারেন।

৯) ভাইভা বোর্ডে সাজিয়ে গুছিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করুন। এক্ষেত্রে বাসায় অন্যের কাছে ভাইভা দিয়ে নিজেকে প্রস্তুত করতে পারেন।

১০) সবসময় হাসিখুশি ও রিলাক্স মুডে থাকার চেষ্টা করুন। কখনই মানসিক চাপ নেওয়া যাবে না।

১১) নিয়মিত ঘুমান এবং চেহারায় সজীবতা ও প্রাণবন্তভাব নিয়ে আসুন।

১২) ভাইভা বোর্ডে আপনি কি বললেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ন হচ্ছে আপনি কিভাবে উপস্থাপন করলেন।

১৩) ভাইভা বোর্ডের কিছু প্রশ্নের উত্তর আপনি নাও পারতে পারেন, এটাই স্বাভাবিক । তবে আপনি যা পারবেন সেখানে নিজেকে (You are the best) প্রমাণিত করুন।

১৪) মাথা থেকে নেগেটিভ চিন্তা বাদ দিয়ে, আপনি বিশ্বাস করতে শিখুন যে, আপনিও বিসিএস ক্যাডার হতে পারবেন।

১৫) আপনি যে বিষয়ে বা বিভাগে পড়েছেন সে তার প্রতি গুরুত্ব দিন।

এসব পরামর্শ মাথায় রাখলে আর নিজেকে মেলে ধরতে পারলে আশা করি কাঙিক্ষত ফল করবেন।

এসএইচ / এআর

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি