ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

বিহারে আতশবাজি বিস্ফোরণে ৬ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৮, ২৫ জুলাই ২০২২ | আপডেট: ০৯:১০, ২৫ জুলাই ২০২২

ভারতের বিহারের সারান জেলার এক আতশবাজি ব্যবসায়ীর বাড়ির ভিতরে বিস্ফোরণে ছয় জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

রবিবার (২৪ জুলাই) সারান জেলার খয়রা থানার খুদাইবাগ গ্রামে এই ঘটনা ঘটে। এই গ্রামটি জেলা সদর ছাপড়া থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। নিহত ব্যবসায়ীর নাম শাবির হোসেন। বিস্ফোরণের ফলে বাড়ির একটি অংশ উড়ে যায় এবং বাকি অংশে আগুন ধরে যায়।

এই সময় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন আটজন। আহতদের ছাপড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, বাড়িটি একটি নদীর তীরে অবস্থিত, যেখানে বাড়ির একটি বড় অংশ ধসে পড়েছে।

এসপি সরণ সন্তোষ কুমার বলেছেন, ‘ছাপড়ায় বিস্ফোরণে একটি বাড়ি ধসে ছয়জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের উদ্ধারের চেষ্টা চলছে। আমরা বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছি। ফরেনসিক দল এবং বোমা নিষ্ক্রিয়কারী দলকেও ডাকা হয়েছে।’

গণমাধ্যম সূত্রে জানা যায়, বাড়িটি আতশবাজি তৈরির একটি বেআইনি কারখানা ছিল বলে অভিযোগ রয়েছে।

আরও জানা যায়, বিস্ফোরণের তীব্রতায় শুধু ঘরই ধ্বংস হয়নি, পাশের ছয়টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বাড়িতে ফাটল দেখা দিয়েছে। সূত্র: এনডিটভি

আরএমএ/এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি