ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

বীরঙ্গনা খ্যাত মানুষগুলোর অনেকেই আজো বেঁচে আছেন মুক্তিযুদ্ধের চেতনায়

প্রকাশিত : ১৫:০৩, ৪ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৫:০৩, ৪ ডিসেম্বর ২০১৬

মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ নিরস্ত্র মানুষের প্রাণই কেড়ে নিয়েই ক্ষান্ত হয়নি পাক হায়েনারা, প্রায় আড়াই লাখ নারীর উপর চালিয়েছিল অবর্ণনীয় নির্যাতন। জীবনের সবটুকু হারিয়ে এই মানুষগুলো বাকিটা জীবন কাটিয়েছে এখন ভয়ানক ট্রমার মধ্য দিয়ে। বীরঙ্গনা খ্যাত এই মানুষগুলোর অনেকেই আজো বেঁচে আছেন মুক্তিযুদ্ধের চেতনায়। ২৫ মার্চ ১৯৭১। ভয়াল সেই রাত থেকেই পাকিস্তানি হায়েনারা নারকীয়ভাবে হামলা করে বাঙালীর উপর। অতর্কিতে নিরস্ত্র মানুষের উপর গুলিবর্ষন, বেয়োনেট চার্জ, গ্রেনেড নিক্ষেপ থেকে শুরু করে ঘরে ঘরে অগ্নি সংযোগ, কী না করেছে পাকিস্তানিরা। কী নৃশংস কী ভয়াবহ সেই প্রতিটি মুহুত। টানা নয়টি মাস তারা হত্যার পাশাপাশি এদেশিও বেঈমান রাজাকারদের সহযোগিতায় নারীদের ধরে নিয়ে ক্যাম্পে। চালায় নারকীয় অত্যাচার। এও তো মুক্তিযুদ্ধ! জীবনের সবটুকু দিয়ে দেশ মাতৃকাকে মুক্ত করার যুদ্ধ।  তেমনই একজন মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিনী, জীবনের সায়াহ্নে এসে তার স্মৃতিচারন। এই গ্লানিতে তার কিইবা অপরাধ! শোককে শক্তিতে পরিণত করে মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে আগলে আঁজো বেঁচে আছেন তিনি। এই জীবনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ দেখা চাই ই চাই তার। নিশ্চয়ই লাখো মানুষের আত্মত্যাগে জন্ম নেয়া বাংলাদেশ আরো সমুন্নত হবে, শ্রদ্ধার আসনে এগিয়ে যাবে; এই প্রত্যাশাও তার।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি