বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮১তম জন্মদিন আজ
প্রকাশিত : ১২:২২, ২৬ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১২:২২, ২৬ ফেব্রুয়ারি ২০১৭
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮১তম জন্মদিন আজ। ২০০৮ সালে নড়াইল সদর উপজেলার ‘মহিষখোলা’ গ্রামের নাম পরিবর্তন করে ‘নূর মোহাম্মদ নগর’ করা হয়। তবে, অনুন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থার কারণে নূর মোহাম্মদ নগরে যাতায়াত করতে পারছে না দর্শনার্থীসহ এলাকাবাসী। এছাড়া, এক যুগ ধরে বিনাবেতনে শিক্ষা কার্যক্রম চালাচ্ছেন নূর মোহাম্মদ মহাবিদ্যালয়ের শিক্ষক-কর্মচারিরা।
১৯৩৬ সালের ২৬ ফেব্র“য়ারি নড়াইল সদরের মহিষখোলা গ্রামে জন্ম নূর মোহাম্মদ শেখের। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটিতে পাকিস্তানী বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে মৃত্যুবরণ করেন নূর মোহাম্মদ। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে সমাহিত করা হয় তাকে। মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয় নূর মোহাম্মদকে।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতি রক্ষার্থে নির্মাণ করা হয়েছে গ্রন্থাগার ও জাদুঘরসহ স্মৃতিস্তম্ভ। তবে, নূর মোহাম্মদ নগরে যাতায়াতের একমাত্র সড়কে খানাখন্দ তৈরি হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে দর্শনার্থীসহ এলাকাবাসীকে।
এদিকে, চালুর ১২ বছরেও এমপিওভুক্ত হয়নি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ। আর্থিক সংকটে দুর্বিসহ জীবনযাপন করছেন এই প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিরা।
আর এলাকার উন্নয়নের দাবি জানিয়েছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের স্ত্রী।
জেলা প্রশাসক জানালেন, দ্রুত সড়ক সংস্কার ও কলেজ জাতীয়করণের উদ্যোগ নেয়া হবে।
মুক্তিযুদ্ধের সময় যশোর থেকে যে বাইসাইকেল চালিয়ে নূর মোহাম্মদ বাড়িতে এসেছিলেন, সেটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে প্রশাসন।
আরও পড়ুন