ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

বৃক্ষ মেলায় গাছের পাশাপাশি বাঁশ ও ফেলে দেয়া কাঠ কাজে লাগানোর প্রযুক্তির প্রদর্শনী

প্রকাশিত : ১৪:১৬, ৩ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:১৬, ৩ আগস্ট ২০১৬

নানা ধরণের গাছের পাশাপাশি বাঁশ ও ফেলে দেয়া কাঠ কাজে লাগানোর প্রযুক্তির প্রদর্শনী চলছে এবারের বৃক্ষ মেলায়। আসবাব পত্র শিল্পে এসব প্রযুক্তির ব্যবহার হলে খরচ কমার পাশাপাশি বনভূমির উপরও চাপ কমবে বলে মত সংশ্লিষ্টদের। তবে বৃক্ষ মেলায় রাজধানী বাসির মূল আকর্ষন রুফটপ গার্ডেনিংকে ঘিরে। দৃষ্টি নন্দন এসব আসবাব পত্র দেখলে যে কারোই মনে হবে কাঠের তৈরি। কিন্তু না, সবই প্রক্রিয়াজাত বাঁশের তৈরি। বন শিল্প উন্নয়ন কর্পোরেশন বলছে, যে কোন উন্নত মানের কাঠের বিকল্প হতে পারে এই প্রক্রিয়া জাত বাশ। অন্যদিকে রাবার কাঠ এক সময় শুধুমাত্র জ্বালানি হিসাবে ব্যবহার করা হলেও এখন প্রক্রিয়াজাত করে তা থেকেও তৈরি হচ্ছে দামি আসবাবপত্র। তবে মেলায় আসা ক্রেতা দর্শনার্থীদের এসবে তেমন আগ্রহ নেই। বারান্দা ও ছাদে বাগান কিভাবে করা যায় তাই খুজছেন তারা। রাজধানী বাসির এমন চাহিদার কথা মাথায় রেখেই এ ধরণের প্রযুক্তি নিয়ে মেলায় এসেছে নার্সারিগুলো। রাজধানীর শের-ই বাংলা নগর আগষ্ট মাস জুড়েই চলবে এ মেলা।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি