বৃত্তি পরীক্ষা থেকে কিন্ডারগার্টেন বাদ, টাঙ্গাইলে মানববন্ধন
প্রকাশিত : ২১:১১, ২৪ জুলাই ২০২৫ | আপডেট: ২১:৩৬, ২৪ জুলাই ২০২৫

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে টাঙ্গাইল কিন্ডারগার্টেন এসোসিয়েশন।
বক্তারা বলেন, দেশে প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ৬০ হাজার কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের বাদ দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা–২০২৫’ শীর্ষক যে পরিপত্র জারি করেছে, তা বৈষম্যমূলক ও অগ্রহণযোগ্য। এই সিদ্ধান্তের ফলে বেসরকারি কিন্ডারগার্টেন এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বঞ্চিত হবে, যা শিশুদের মৌলিক অধিকারের পরিপন্থী।
মানববন্ধনে জেলার ১২টি উপজেলার সহস্রাধিক শিক্ষক অংশ নেন। বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ-সাধারণ সম্পাদক লতিফুর রহমান লাবু, শিক্ষা ও সাহিত্য সম্পাদক আরিফ খান স্বাধীনসহ অনেকে। সঞ্চালনায় ছিলেন আবির আহমেদ।
বক্তারা বলেন, এক দেশে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা হতে পারে না। কোমলমতি শিশুদের সাথে এমন বৈষম্য শিক্ষাব্যবস্থার জন্য হুমকিস্বরূপ। এ সিদ্ধান্তে ৫ লাখ শিক্ষার্থী ও ২৫ হাজার শিক্ষক–শিক্ষিকার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে পরিপত্র বাতিল করে কিন্ডারগার্টেনসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে নতুন নির্দেশনা জারির আহ্বান জানান।
আরও পড়ুন