ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

বে-টার্মিনাল নির্মাণে ভূমি অধিগ্রহণের চেক হস্তান্তর [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১০, ১২ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২১:৩৬, ১২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

চলতি বছরের মধ্যেই চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান।

ভূমি অধিগ্রহণের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা জানান। টার্মিনালটি নির্মিত হলে বর্তমানের চেয়ে দ্বিগুণের বেশি কন্টেইনারবাহী জাহাজ ভিড়তে পারবে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দরের বহুকাঙ্খিত বে-টার্মিনাল প্রকল্প। জমি অধিগ্রহণ ও অন্যান্য জটিলতায় দীর্ঘদিন টানাপোড়েন চলে। অবশেষে পরিবেশসহ বিভিন্ন বিভাগের অনাপত্তি মিলেছে। সম্ভাব্যতা যাচাই শেষে শুরু হয়েছে ভূমি অধিগ্রহণ। প্রাথমিকভাবে ৮৯০ একর জমি অধিগ্রহণ করা হবে বলে জানায় কর্তৃপক্ষ।

জমি অধিগ্রহণের চেক হস্তান্তর করতে রেডিসন ব্লু চিটাগং বে ভিউ হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৬৭ একর ভূমির জন্য বন্দরের পক্ষ থেকে জেলা প্রশাসকের হাতে তুলে দেয়া হয় ৩৫২ কোটি ৬২ লাখ টাকার চেক।

বে টার্মিনালের ভূমি অধিগ্রহণ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন বন্দর সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে বিভিন্ন উদ্যোগের কথা জানান নৌমন্ত্রী শাজাহান খান।

চট্টগ্রাম বন্দরে বর্তমানে ১ হাজার ৮০০ কন্টেইনারবাহী জাহাজ ভিড়তে পারে। বে টার্মিনালে ভিড়তে পারবে ৫ হাজার কন্টেইনারবাহী জাহাজ।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি