ঢাকা, সোমবার   ২৫ আগস্ট ২০২৫

বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৪, ২৫ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরের টঙ্গীতে নতুন বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 

সোমবার (২৫ আগস্ট) সকাল সোয়া ১০টা থেকে টঙ্গীতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করছে তারা। 

পরে টঙ্গী উড়ালসড়কের নিচে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বক্তারা বলেন, টঙ্গী ফ্লাইওভারের নিচে আগে বেইলি ব্রিজ থাকলেও পরে তা ভেঙ্গে ফেলা হয়। ফলে এলাকাবাসী ও ব্যবসায়ীরা চলাচলে নানাভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন। ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অবিলম্বে এই বেইলী ব্রীজটি নির্মাণের দাবি ভুক্তভোগীদের।

এ সময় তারা আব্দুল্লাহপুর সড়ক সংস্কারের দাবিও করেন।

পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে প্রায় এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে যান চলাচল স্বাভাবিক হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি