ঢাকা, শুক্রবার   ২৫ জুলাই ২০২৫

বেক্সিমকোর সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগ দিতে হাইকোর্টের আদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩০, ১৯ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগের লিখিত আদেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংককে এই নির্দেশ বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর), বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রকাশ করেছেন।

এর আগে, গত ৫ সেপ্টেম্বর হাইকোর্ট বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান তদারকি করার জন্য রিসিভার নিয়োগের আদেশ দেন এবং বাংলাদেশ ব্যাংককে এই প্রক্রিয়া বাস্তবায়নের নির্দেশ দেন।

একটি রিট আবেদনের শুনানিতে হাইকোর্ট বেঞ্চ বেক্সিমকোর বকেয়া ঋণের পরিমাণ জানাতে বাংলাদেশ ব্যাংককে রুল জারি করেছে। একইসঙ্গে, ব্যাংককে এ বিষয়ে দ্রুত জবাব দিতে বলা হয়েছে।

রিটকারির পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মাসুদ আর সোবহান, আর রাষ্ট্রপক্ষের হয়ে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজীব এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি