ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেতন বৃদ্ধি, দুটি বোনাসসহ নানাবিধ সুবিধা পাচ্ছেন আউটসোর্সিং কর্মীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৪, ১৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ০৮:৫৬, ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আউটসোর্সিং কর্মীদের সেবার মান বাড়াতে সুযোগ সুবিধা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। নববর্ষের উপহার হিসেবে মঙ্গলবার প্রধান উপদেষ্টার পক্ষ হতে এ সুযোগ সুবিধা বাড়ানোর ঘোষণা দেয়া হয়। 

মঙ্গলবার অর্থমন্ত্রণালয়ের এক প্রেসনোটে একথা জানানো হয়েছে।

প্রেস নোটে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা ২০২৫ জারি করে বলা হয় এই নীতিমালায় সরকার সেবাকর্মীদের কাজে উৎসাহিত করার লক্ষ্যে কয়েকটি বিশেষ সুবিধা প্রদান করেছে। এর মধ্যে ৫টি ক্যাটাগরির সেবা ও ৩টি ক্যাটাগরির বিশেষ সেবার জনপ্রতি মাসিক সেবামূল্য বৃদ্ধি করা হয়েছে। 

এ ছাড়া এক মাসের সমপরিমাণ সেবামূল্যের অর্ধেক হারে দুটি বোনাস এবং ২০ শতাংশ হারে বৈশাখী প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পাশাপাশি সেবা কর্মীদের ১৫ দিনের ছুটি এবং মৌলিক কাজ সম্পর্কে প্রশিক্ষণ প্রদান, একই সাথে প্রতিটি সেবাকর্মীকে প্রতি বছর দুটি নতুন ইউনিফর্ম, নারী সেবাকর্মীরা ৪৫ দিনে মার্তৃকালীন ছুটি পাবেন।

এর বাইরে জাতীয় পেনশন কর্তৃপক্ষের অধিনে পরিচালত সর্বজনীন পেনশন স্কীমের সুবিধার অন্তর্ভূক্ত করার মাধ্যমে পেনশন সুবিধা গ্রহণের সুযোগ সৃষ্টি করা হয়েছে। 

এছাড়া তাদের মাসিক সেবামূল্য কর্মকালীন মাসের পরবর্তী মাসের প্রথম সপ্তাহের মধ্যে তাদেকে নিজের নামে খোলা ব্যাংক হিসাব কিংবা মোবাইল ফিনান্স্যিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে দেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি