ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

বেনাপোলে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০১, ৪ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্দরনগরী বেনাপোলে কেক কাটা, আনন্দ শোভাযাত্রার মধ্যে দিয়ে দিবসটি পালন করে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর ছাত্রলীগ নেতাকর্মীরা।

মঙ্গলবার (৪ জানুয়ারী) বিকেলে বেনাপোল পৌর আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের উপস্থিতিতে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের কেক কাটা হয়, পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বেনাপোল পৌর ছাত্রলীগের সভাপতি মামুন জোয়ার্দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ।

এ সময়  প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার ও সাধারণ সম্পাদক- ইকবাল হোসেন রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক সালমা আলম, বেনাপোল পৌর যুবলীগের  যুগ্ম আহবায়ক জসীম উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ উপজেলা ও বেনাপোল পৌর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আনন্দ শোভাযাত্রাটি বেনাপোল বন্দর এলাকা হয়ে বেনাপোল বাজার এলাকা প্রদক্ষিন শেষে বেনাপোল ছোটআঁচড়া মোড়স্থ আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি