ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

বেনাপোলে জমি নিয়ে দ্বন্দ্বে বাড়ি ভাংচুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৬, ২১ মে ২০১৮

Ekushey Television Ltd.

জমি নিয়ে দ্বন্দ্বের জেরে বেনাপোলের গয়ড়া গ্রামে রোববার রাত ১১টার দিকে তিন বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা।

এলাকাবাসী জানায়, গয়ড়া গ্রামের আহাদ আলীর কাছে ওই গ্রামের মাসুদ সরদার দেড় শতক জমি পাবে বলে দাবি করে আসছে। এ ঘটনায় দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছে। জোরপূর্বক ওই জমি রোববার রাতে দখলে নেওয়ার চেষ্টা করে। এ ঘটনার জের ধরে সরদার বাড়ির কতিপয় সন্ত্রাসীরা  আহাদ, ইশারুল ও রেজাউলের বাড়িতে হামলা চালায়।

এ সময়  সন্ত্রাসীরা তিনটি বাড়ি ভাংচুর ও মালামাল লুট করে। সন্ত্রাসীরা ইশারুল (৫৫) তার স্ত্রী রহিমাকে (৪৮) পিটিয়ে আহত করে। ইশারুলের অবস্থা আশংকজনক। সে বুরুজবাগার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। 

এ ব্যাপারে বেনাপোল বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বেনাপোল বন্দর  থানার এস আই এহসানুল হক অভিযোগ দায়েরের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি