ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

বেনাপোলে ‘বন্ধন’ থেকে ভারতীয় শাড়ি থ্রিপিছ উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি:

প্রকাশিত : ১৬:৪৫, ১৫ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

কোলকাতা-খুলনার মধ্যে সরাসরি চলাচলকারী ‘বন্ধন এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমান ভারতীয় শাড়ি থ্রিপিছ উদ্ধার করেছে বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তারা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় বেনাপোল রেল স্টেশনে ভারত থেকে ছেড়ে আসা খুলনাগামী এ ট্রেন থেকে এসব পণ্য উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দাকে বেনাপোল কাস্টমসের কর্মকর্তারা পণ্য উদ্ধারে সহযোগিতা করেছেন বলে জানা গেছে।

বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারি রাজস্ব কর্মকর্তা আকবর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারতের কোলকাতা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা ‘বন্ধন এক্সপ্রেস’ নামের ট্রেনটি বেনাপোল রেল স্টেশনে পৌছালে তাতে তল্লাশি করে ২শ‘৯০ পিস থ্রিপিস ও ১শ‘৪ পিস উন্নত মানের শাড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ৫ লাখ টাকা।

এ সময় এসব পণ্যের কোন মালিক পাওয়া যায়নি। উদ্ধারকৃত পণ্যগুলো বেনাপোল শুল্ক গুদামে জমা করা হয়েছে বলে তিনি জানান।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি