ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

বেনাপোলে শিশুসহ ৯ বাংলাদেশি আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

প্রকাশিত : ১৯:৩৭, ২১ নভেম্বর ২০১৮

 

সীমান্তের অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে আসার সময় বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্ত থেকে দুই শিশুসহ ৯ জন বাংলাদেশী নারী-পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা।

বুধবার (২১ নভেম্বর ) সকাল ৮ টার সময় বেনাপোল-পুটখালী সড়কের চারা বটতলা নামক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে বিজিবি । তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি তারা।

আটকরা হলো হুমায়ুন (২৮), রানী বেগম(২৮), জায়গা বেগম (৩৫), রুমা খাতুন (৩০), শহিদুল শেখ(৩২), রিয়া খাতুন(৭), সাজ্জাদ হোসেন (১২), লিটন বর্মন(৩৮) ও পিন্টু সরকার (৩১)। এদের বাড়ি নোয়াখালী, চাঁদপুর, বাগেরহাট ও নড়াইলের বিভিন্ন এলাকায়।

৪৯ বিজিবির আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, গোপন সংবাদে জানা যায় ভারত থেকে বেশ কিছু নারী-পুরুষ ও শিশু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে বেনাপোলের দিকে যাচ্ছে ।

এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবির নায়েক আব্দুর রহমান ও নজরুল ইসলাম বেনাপোল-পুটখালী সড়কের চারা বটতলা এলাকায় অভিযান চালিয়ে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ২ জন শিশুকে আটক করে। আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি