ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

বেনাপোলে ২৩ স্বর্ণের বার উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১০, ১৭ মে ২০১৮

Ekushey Television Ltd.

বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে ২৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য এক কোটি ১২ লাখ ৫৬ হাজার টাকা। তবে এ ঘটনায় পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

গতকাল বুধবার বিকেলে পুটখালী গ্রামের ভান্ডারীর মোড় থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

খুলনা ২১ বিজিবির পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার ওমর ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় এক স্বর্ণ পাচারকারী বেনাপোল বাজার থেকে বিপুল পরিমাণ স্বর্ণের বার পুটখালী সীমান্তের ১৬৬ মেইন পিলারের পাশ দিয়ে ভারতে পাচার করবে। এ সংবাদের ভিত্তিতে পুটখালী ক্যাম্পের টহল দলের বিজিবি সদস্যরা সীমান্তের ভান্ডারীর মোড় এলাকায় অভিযান চালালে একজন পাচারকারী বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি পালসার মোটরসাইকেল ফেলে পালিয়ে গেলে সেটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে বিভিন্ন স্থানে কৌশলে লুকিয়ে রাখা ২৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বার ও মোটরসাইকেল বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি