ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

বেরোবি একাডেমিক কার্যালয় খুলছে রোববার

বেরোবি সংবাদদাতা

প্রকাশিত : ২০:২৪, ২৩ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

দীর্ঘ দিন বন্ধ থাকার পর অবশেষে আগামীকাল ২৪ জানুয়ারী খুলছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একাডেমিক কার্যালয়। আজ শনিবার বিষয়টি একুশে টিভি অনালইনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা আরিফুল ইসলাম।

তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার লক্ষে আগামীকাল রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, অফিস ও শাখা সমূহ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। সকলকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। 

তবে কেউ জরুরী প্রয়োজন ছাড়া অফিসে অবস্থান করতে পারবে না বলেও জানান এই কর্মকর্তা।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি