ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ইআরএফ কার্যালয়ের দলিল সম্পাদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৮, ১৫ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নিজস্ব কার্যালয়ের দলিল সম্পাদন বা নিবন্ধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে ইআরএফ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলিলে স্বাক্ষর করেন ইআরএফ সভাপতি সাইফুল ইসলাম দিলাল ও ডেভলপার কোম্পানি আবেদ হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম বরকত উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনটির সাবেক সভাপতি শামসুল হক জাহিদ, মনোয়ার হোসেন, জাকারিয়া কাজল, নাজমুল আহসান, মো. খাজা মঈনুদ্দিন, সুলতান মাহমুদ বাদল, সহসভাপতি সৈয়দ শাহনেওয়াজ করিম, সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শহিদুজ্জামান, বদিউল আলম ও জিয়াউর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ইআরএফ তার নিজস্ব কার্যালয় স্থাপনে ২০১৮ সালের ৬ আগস্ট ৪ কোটি ৩৪ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে পুরানা পল্টনের পল্টন টাওয়ারে ৪ হাজার ৯৮০ বর্গফুট-এর একটি বাণিজ্যিক স্পেস ক্রয় করে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি