ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

বেরোবির নতুন রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা

প্রকাশিত : ২৩:৩৪, ৬ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন আবু হেনা মুস্তাফা কামাল। তিনি মুহাম্মদ ইব্রাহীম কবীরের স্থলাভিষিক্ত হলেন। আজ রোববার তিনি রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন।

আবু হেনা মুস্তাফা কামাল এর আগে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বিএআইইউএসটি) কুমিল্লা-এর রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর ২০১৮ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৫৯তম সভায় রেজিস্ট্রার নিয়োগে সার্স কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ৮ম রেজিস্ট্রার হিসেবে আবু হেনা মুস্তাফা কামালকে নিয়োগ প্রদান করা হয়।

এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি