ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

বেলজিয়ামের সাবেক ফুটবলার বিগ ড্যানের জন্মদিন আজ

প্রকাশিত : ১৭:৩১, ৭ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৭:৩১, ৭ ফেব্রুয়ারি ২০১৬

ড্যানিয়েল ভ্যান বাইটেন বেলজিয়ামের সাবেক ফুটবলার খেলতেন রক্ষণভাগে। খুব অল্প সময়ে ফুটবলে নিজে দক্ষতা দেখিয়ে জয় করেছেন হাজারো সমর্থকদের মন। আজ ড্যানিয়েল বাইটেনের ৩৮তম জন্মদিনে তাঁর ফুটবল ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। ড্যানিয়েল ভ্যান বাইটেন। পরিবার থেকে ডাকা হয় বিগ ড্যান নামে। ১৯৭৮ সালে ৭ই ফেব্রুয়ারী বেলজিয়ামের চাইমে শহরে জন্মগ্রহন করেন এই ফুটবল তারকা। ১৯৮৬ সালে প্রথম জেএস ফ্রোডচাপাল ক্লাবের হয়ে মাঠে নামেন তিনি। এরপর যোগ দেন জেএসজি লামেটাল ক্লাবে। বাইটন যুব ক্যারিয়ারে খেলেছেন অনেক ক্লাবেই। খেলেন অলিম্পিক চার্লেরি, ইউবিএস আভেলাইস, সোমজি ও চার্লেরি দলে। ১৯৯৮ সালে চার্লেরি ক্লাবের হয়ে প্রথম বয়সভিত্তিক দলে মাঠে নামেন বাইটেন। ক্যারিয়ারে ভালো খেলায় ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকেই। ১৯৯৯ সালে নতুন করে যোগ দেন স্টান্ড্ডা লিগ ক্লাবে। এরপর খেলেন মার্সেই দলে। আর এই ক্লাবের হয়ে মাঝে লোনে খেলেন ম্যানচেষ্টার সিটি ক্লাবে। বাইটেন খেলেছেন হামবুর্গ এসভি ও বার্য়ান মিউনিখ ক্লাবে। ২০০৬ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত খেলেন বার্য়ান মিউনিখ ক্লাবের জার্সি গায়ে। আর এই ক্লাবের হয়েই খেলেন ক্যারিয়ারের সবচেয়ে বেশি ম্যাচ। ৮ মৌসুমে মাঠে নামেন ১৫৮টি ম্যাচে। আর ২০১৪ সালে এই ক্লাবের হয়েই অবসরে যান বাইটেন। বাইটেনের পথ চলা শুধু ক্লাব পর্যায়েই সিমাবদ্ধ ছিলো না, খেলেছেন জাতীয় পর্যায়েও। খেলেন বেলজিয়াম অনুর্ধ্ব- ১৮ ও ২১ দলে। ২০০১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত খেলেছেন বেলজিয়াম জাতীয় দলে। জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন ৮৪ টি ম্যাচে ও গোল পেয়েছেন ১০টি।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি