ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

বেলুচিস্তানে গুমের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৩, ২৩ মার্চ ২০২৪

বেলুচিস্তানে দুই যুবককে গুমের প্রতিবাদে গোয়াদরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এর ফলে করাচি ও অন্যান্য অঞ্চলের সঙ্গে গোয়াদর ও মকরন বিভাগের বিভ্ন্নি অংশের সড়ক যোগাযোগ ৪৮ ঘণ্টা বন্ধ হয়ে পড়ে।

ডন জানায়, নিহতদের স্বজন ও স্থানীয়রা গত দুই দিন ধরে উপকূলীয় মহাসড়ক ও এম-৮ মোটরওয়ে অবরোধ করে গুমের শিকার জাকির আবদুল রাজ্জাক ও লালা রফিক ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন। তারা তুরবাত-গোয়াদর-নালেন্ট সংযোগ সড়কের জিরো পয়েন্টে উপকূলীয় মহাসড়ক অবরোধ করেন। ফলে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। দুই দিন যান চলাচল বন্ধ থাকার কারণে ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় গোয়াদর, করাচি, পাসনি, ওরমারা ও ইরানের মধ্যে স্থল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

একইসঙ্গে তুরবাত ও গোয়াদরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রেরও ঘাটতি দেখা দেয়। মহাসড়ক খুলে না দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়া ব্যক্তিদের সঙ্গে আলোচনায়ও বসে জেলা প্রশাসন। সেই আলোচনায়ও কোনো ফল আসেনি। আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান নিয়ে দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয়।

তাদের দাবি, গুমের শিকার জাকির আবদুল রাজ্জাক ও লালা রফিককে তিন মাস আগে নিরাপত্তা বাহিনী জোরপূর্বক ধরে নিয়ে গিয়েছিল। তাদের এখনো কোনো হদিস মেলেনি। ১০ দিন পর ওই দুজনকে ছেড়ে দেওয়ার কথা বলেছিল কর্তৃপক্ষ। কিন্তু এখনো তাদের কোনো খোঁজ নেই। হক দো তেহরিক চেয়ারম্যান হুসেন ওয়াদিলা, বেলুচিস্তান ন্যাশনাল পার্টি-আওয়ামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাঈদ ফয়েজ বিক্ষোভস্থল পরিদর্শন করে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি