ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫

বেসরকারি ব্যবস্থাপনায় ৩টি হজ প্যাকেজ ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪২, ৩০ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

বেসরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে বেসরকারি হজ এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সিস এসোসিয়েশন অফ বাংলাদেশ (হাব)।

আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে নতুন এই হজ প্যাকেজ ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য তিনটি হজ প্যাকেজ করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য খাওয়া ও কোরবানিসহ তিনটি হজ প্যাকেজ (১) বিশেষ হজ প্যাকেজ সর্বমোট মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা, (২) সাধারণ হজ প্যাকেজ সর্বমোট মূল্য মোট ৫ লাখ ৫০ হাজার টাকা, (৩) সাশ্রয়ী হজ প্যাকেজ সর্বমোট মূল্য মোট ৫ লাখ ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, সরকারি ব্যবস্থাপনা হজযাত্রীদের খাবার খরচ প্যাকেজের বহির্ভূত থাকলেও বেসরকারি ব্যবস্থাপনায় উন্নত সার্ভিসের জন্য খাবারের মূল্য প্রতিটি প্যাকেজের অন্তর্ভুক্ত। 

প্যাকেজের বিভাজনসমূহ নিম্নরূপ :

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছর ২০২৬ সালের ২৬ মে, ১৪৪৭ হিজরি সনের ৯ জিলহজ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সর্বমোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন (সম্ভাব্য) হজযাত্রী হজব্রত পালন করবেন।

সৌদি পর্বের চূড়ান্ত ব্যয়ের হিসাব না পাওয়ায় বিগত বছরের ব্যয়ের ধারাবাহিকতায় সম্ভাব্য খরচ হিসাব করে হজ প্যাকেজ প্রণয়ন করা হলো।

পরবর্তীতে রাজকীয় সৌদি সরকার কোন খাতে খরচ বৃদ্ধি/হ্রাস করা হলে প্রযোজ্য খাতের বর্ধিত/হ্রাসকৃত ব্যয় প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং হজযাত্রীকে তা পরিশোধ করতে হবে এবং একই সঙ্গে বিমান ভাড়া হ্রাস পেলে তা প্যাকেজ মূল্যের সঙ্গে সমন্বয় করা হবে।

এ বছর কোরবানির অর্থ নুসুক মাসার প্ল্যাটফর্মে পরিশোধ বাধ্যতামূলক হওয়ায় সরকারি ও বেসরকারি মাধ্যমের প্যাকেজে কুরবানির অর্থ অন্তর্ভূক্ত করা হয়েছে। 

উল্লেখ্য, হজযাত্রীর বিমান ভাড়া বাংলাদেশ অংশের ট্যাক্স ও চার্জ ব্যতীত ধরা হয়েছে।

১ সৌদি রিয়াল ৩২ টাকা ৮৫ পয়সা। (বি. দ্র. পরবর্তীতে সৌদি রিয়ালের রেটে কোন পরিবর্তন আসলে তা প্যাকেজ মূল্যের সঙ্গে সমন্বয় করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি