ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

‘বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ডস ২০১৮’ পেলো মেটলাইফ বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৪, ২৪ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বিমা খাতে বাংলাদেশ বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ডস ২০১৮ অর্জন করলো মেটলাইফ বাংলাদেশ। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই পুরস্কার গ্রহন করেন মেটলাইফ বাংলাদেশের পরিচালক এবং প্রধান মানব সম্পদ কর্মকর্তা মোঃ তোহিদুল আলম। এমপ্লয়ার ব্রান্ডিং ইন্সটিটিউট, ওয়ার্ল্ড এইচ আর ডি কংগ্রেস এবং স্টারস অব দি ইন্ডাস্ট্রি গ্রুপ এই বার্ষিক বাংলাদেশ বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ডসপরিচালনা করে থাকে।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় এবারের পুরস্কার প্রদান অনুষ্ঠান। বিশ্বমানের এমপ্লইয়ার ব্র্যান্ড তৈরির লক্ষে এমপ্লয়ার ব্রান্ডিং ইন্সটিটিউট নানা দেশে বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ডস আয়োজন করে থাকে। বিভিন্ন প্রতিষ্ঠানের উপর গবেষণার ভিত্তিতে সবচেয়ে পছন্দনীয় প্রতিষ্ঠান হিসেবে প্রদান করা হয় এই পুরস্কার ।   মেধা নিয়োগ, ধরে রাখা, বিকাশ করা এবং প্রতিষ্ঠানে নিয়োজিত রাখায় কার্যকরী ভূমিকার জন্য মেটলাইফ বাংলাদেশ অর্জন করেছে এই পুরষ্কার। বাংলাদেশের প্রথম সারির প্রতিষ্ঠান, যারা মানব সম্পদ ব্যাবস্থাপনায় আদর্শ কার্যকর মার্কেটিং যোগাযোগ গড়ে তুলেছে তাদের সম্মাননা প্রদান করে বাংলাদেশ বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ডস ২০১৮।  এমপ্লয়ার ব্রান্ডিং ইন্সটিটিউট একটি ভার্চুয়াল সংস্থা। অনলাইনে বিভিন্ন প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা একে অপরের সাথে যোগাযোগের মাধ্যমে সংস্থার বেস্ট প্র্যাকটিস আদান-প্রদান করে উন্নয়নের লক্ষে কাজ করে ।

//এস এইচ এস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি