ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

বৈদ্যুতিক এসইউভি গাড়ি আনল অডি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০০, ৩ অক্টোবর ২০১৮

ই-ট্রন। বৈদ্যুতিক এসইউভি গাড়ি। জার্মান ভক্সওয়াগন গ্রুপের কোম্পানি অডি বাজারে আনল নতুন গাড়িটি। আগামী বছরেই ইউরোপের বাজারে পাওয়া যাবে পাঁচ সিটের গাড়িটি।

গাড়িটির আগাম বুকিংয়ের জন্য ১ হাজার ডলার (ফেরতযোগ্য) করে নেওয়া শুরু করেছে অডি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গাড়িটির প্রথম সংস্করণের সম্ভাব্য দাম হবে ৭৪ হাজার ৮০০ ডলার বা ৮১ হাজার ৮০০ ডলার। গাড়িটি এক চার্জে ৪০০ চলবে কিলোমিটার পর্যন্ত।

জানা যাচ্ছে, আগামী কয়েক বছরে নতুন তিনটি বৈদ্যুতিক গাড়ির মডেল নিয়ে আসবে জার্মান কোম্পানিটি। বাড়িতে ই-ট্রনের চার্জিং স্টেশন বসানোর জন্য অ্যামাজনের সঙ্গে যৌথ ব্যবসায়ও যাবে তারা।

প্রসঙ্গত, তেলের দাম বাড়ার কারণে তেলচালিত গাড়ির ব্যবহার কমিয়ে এনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ছে ইউরোপে। ২০২০ সাল নাগাদ শুধু ইউরোপেই গাড়ির বাজারে ৪০ শতাংশ দখল করতে যাচ্ছে বৈদ্যুতিক গাড়ি। আর তাই জাগুয়ার, মার্সেডিজ ও বিএমডব্লিউ বৈদ্যুতিক এসইউভি উন্মোচন করেছে। আর এবার এই কাতারে যোগ দিল অডি।

সূত্র: সিএনএন

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি