ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

বৈশাখ উপলক্ষে বাড়ছে পাল সম্প্রদায়ের ব্যস্ততা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৬, ৯ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৬:২৭, ৯ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

পহেলা বৈশাখকে সামনে রেখে গাইবান্ধার পাল পাড়ায় পুরোদমে চলছে মাটির খেলনাপাতি তৈরির কাজ। বাহারি খেলনায় রঙ্গিন হয়ে উঠেছে পাল পাড়ার সব উঠোন। ব্যস্ত সময় কাটাচ্ছেন কোচাশহরের পাল সম্প্রদায়।

গাইবান্ধার গোবিন্দগঞ্জের কোচাশহর, সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ী ও সিচাসহ কয়েকটি গ্রামের পাল সম্প্রদায়ের অনেক মানুষই মাটি দিয়ে খেলনা ও ঘর সাজানোর বিভিন্ন উপকরণ তৈরি করেন।

আকর্ষণীয় হওয়ায় মাটির তৈরি জিনিসের চাহিদাও বেশ। নববর্ষকে সামনে রেখে রং-বেরঙের খেলনা আর শৌখিন সামগ্রীতে ভরে উঠেছে পাল পাড়ার সব উঠোন। বাড়তি রোজগারে খুশি কারিগররাও।

ফুটপাত ও বাজারে মাটির তৈরি খেলনাপাতি ও বাঁশিসহ নানা সামগ্রী সাজিয়ে বসেছেন দোকানিরা।

এদিকে, নববর্ষ উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছেন সাংস্কৃতিক কর্মীরাও।

সকল শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে আনন্দময় হয়ে উঠবে নববর্ষ উদযাপন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি