বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা সম্পাদরে জামিন বহাল রাখতে সাংবাদিক নেতাদের আহবান
প্রকাশিত : ১৮:২০, ২৬ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:২০, ২৬ অক্টোবর ২০১৬
বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা সম্পাদক ও দৈনিক ডেসটিনি সম্পাদকের পক্ষে দেয়া হাইকোটের জামিন আদালতে বহাল রাখতে প্রধান বিচারপতির প্রতি আহবান জানান সাংবাদিক নেতারা।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানব বন্ধনে এ দাবী জানান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসাব বুলবুল। সাংবাদিক নেতারা বলেন গেলো ৪ বছর ধরে কেবল ধারনাগত অভিযোগের ভিত্তিতে ডেসটিনি পরিচালক রফিকুল আমীনকে গ্রেফতার রাখা হয়েছে। তারা বলেন, রফিকুল আমীনের বিরুদ্ধে অভিযোগ থাকলে প্রচলিত আইনের আলোকেই বিচার হোক। কিন্তু বছরের পর বছর তাকে জেলে রেখে বৈশাখী টেলিভিশন, দৈনিক ডেসটিনির সাংবাদিক, কর্মচারী, কর্মকর্তারা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে বলেও মন্তব্য করেন তারা।
আরও পড়ুন