ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা

প্রকাশিত : ১৯:০৯, ২৬ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:০৯, ২৬ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

সরকার ব্যবসা-বান্ধব দাবি করে ব্যবসায়ীদের নির্বিঘেœ ব্যবসা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। দেশের অর্থনীতিতে ব্যবসায়ীদের আরো গুরুত্বপুর্ণ আবদান রাখতে নতুন নতুন শিল্প কলকারখা গড়ে তোলারও আহ্বান জানান তারা। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারীর চৌধুরীরহাটে ব্যবসায়ীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের নেতারা এই আহ্বান জানান। স্থানীয় একতা সংঘের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাহাঙ্গীর আলম। সভায় অন্যান্যের মধ্যে উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইউনুস গনি চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দীন শাহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপুর্ণ অবাদান রাখায় সিআইপি মোহাম্মদ সেলিম উদ্দীনকে ক্রেস্ট প্রদান করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি