ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং দিবস পালিত

প্রকাশিত : ২২:২৩, ২৩ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং দিবস-২০১৯ বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো। প্রতিবারের মতো এবারও মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ভবানীপুর বাজারে আয়োজিত এবারের এজেন্ট ব্যাংকিং দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল আলম।

ব্যাংকের হেড অব চ্যানেল ব্যাংকিং সরদার আকতার হামিদ, এজেন্ট ব্যাংকিং প্রধান আহসান উল আলম এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ২০১৪ সালের ১৭ জানুয়ারি ব্যাংক এশিয়ার মাধ্যমেই এদেশে এজেন্ট ব্যাংকিং-এর যাত্রা শুরু হয়। এরপর থেকেই দিবসটিকে এজেন্ট ব্যাংকিং দিবস হিসেবে পালন করছে ব্যাংক এশিয়া।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি