ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

ব্যাংক এশিয়া ও জেমকন গ্রুপের মধ্যে চুক্তি

প্রকাশিত : ১৭:৫১, ২৪ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

সাপ্লাই চেইন অর্থায়নে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ব্যাংক এশিয়া লিমিটেড এবং জেমকন গ্রুপের মধ্যে ব্যাংকের কর্পোরেট অফিসে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ব্যাংক এশিয়া লি. জেমকন গ্রুপের অনুমোদিত চালানের বিপরীতে সরবরাহকারীদের প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করবে।

ব্যাংক এশিয়া লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে ব্যাংকের কর্পোরেট এন্ড লার্জ লোন প্রধান শাফিউজ্জামান এবং জেমকন গ্রুপের সিএফও ক্যাপ্টেন (অব.) জেড. এ জাকির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি