ব্যাংকে রাখা টাকার উপর আবগারি শুল্ক বাড়ানোয় অসন্তোষ
প্রকাশিত : ১৮:২৪, ২ জুন ২০১৭ | আপডেট: ১৯:৫৭, ২ জুন ২০১৭

প্রস্তাবিত বাজেটে কৃষি যন্ত্রাংশের উপর থেকে সম্পূরক শুল্ক কমানো এবং তামাকের উপর শুল্ক বাড়ানোর সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে সাধারণ মানুষ। আর ব্যাংকে রাখা টাকার উপর আবগারি শুল্ক বাড়ানোয় অসন্তোষ জানিয়েছে কেউ কেউ।
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সার-বীজ, কীটনাশক ও সেচযন্ত্রের দাম কমানো এবং ই-সিগারেটসহ তামাকজাত পণ্যের মূল্যবৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছে সাধারণ মানুষ।
তবে, ব্যাংকে রাখা টাকার উপর আবগারি শুল্ক বৃদ্ধি, বিমান ভ্রমণ এবং প্রসাধনী সামগ্রীর উপর কর বাড়ানোয় অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন।
এবারের বাজেট আকারে অনেক বড়। তাই এর বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন কেউ কেউ।
সার্বিকভাবে দেশ ও মানুষের কল্যাণ এবং বাজেটের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখতে চায় সাধারণ মানুষ।
আরও পড়ুন