ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

ব্যাচেলরদের বাড়ি ভাড়া নিয়ে সৃষ্টি হয়েছে নানামুখী সংকট

প্রকাশিত : ১১:৪২, ৪ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:৪২, ৪ আগস্ট ২০১৬

রাজধানীতে সাম্প্রতিক জঙ্গী তৎপরতার ঘটনার পর ব্যাচেলরদের বাড়ি ভাড়া নিয়ে সৃষ্টি হয়েছে নানামুখী সংকট। কোথাও কোথাও বাড়িওয়ালারা ইতিমধ্যে ব্যাচেলরদের বাড়ি ছাড়তে মৌখিক নির্দেশনাও দিয়েছেন। আবার কোথাও নতুন করে বাড়ি ভাড়া চাইতে গেলে হতাশ হতে হচ্ছে ব্যাচেলরদের। তথ্যসংগ্রহের বিষয়ে নির্দেশনা থাকলেও ব্যাচেলরদের বাড়ি ভাড়া দেওয়া না দেওয়া নিয়ে পুলিশের কোন বিধিনিষেধ নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাজধানীর কল্যাণপুরের একটি বাড়িতে সম্প্রতি জঙ্গী সংশ্লিষ্ট অভিযানের পর এলাকার অধিকাংশ বাড়িতে ব্যাচেলরদের বাড়ি ছাড়ার নির্দেশনা দিয়েছে বাড়িওয়ালারা। জীবিকার প্রয়োজনে রাজধানীতে প্রায় ৩৫ লাখ ব্যাচেলর বাস করে। সাম্প্রতিক ঘটনার প্রভাবে তাদের আবাসনে সৃষ্টি হয়েছে  নানামূখী সংকট। অনেকে বাড়িওয়ালার নির্দেশনা অনুযায়ি বাড়ি ছেড়ে কয়েক দিনের জন্য উঠেছেন আত্মীয়ের বাড়িতে। আবার কেউ হোটেলে। ব্যাচেলরদের আবাসন নিয়ে সৃষ্টি সমস্যার একটি স্থায়ী সমাধান চায় তারা। ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ নির্ভুল করার একটি নির্দেশনা আছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের। তবে ভাড়া দেওয়া না দেওয়া নিয়ে কোন বিধি নিষেধ নেই। আতংকিত বাড়িওয়ালারা ব্যাচেলর প্রসঙ্গে মুখ খুলতে রাজি হননি, তবে কিছু বাড়িওয়ালা ব্যাচেলর ভাড়ার বিষয়ে খোঁজ খবর নিয়ে দেওয়া উচিৎ বলে জানান।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি