ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষো
প্রকাশিত : ১৫:৩৩, ২৯ অক্টোবর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কর্মচারীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ব্রাহ্মণবাড়িয়া কালেক্টরেড নন গেজেট কর্মকর্তা কর্মচারী পরিবারের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন কালেক্টরেড নন গেজেট সরকারি কর্মচারি কর্মকর্তা কল্যাণ সমবায় সমিতির আহ্বায়ক এম.এম জাকারিয়া আহমেদ, সাধারণ সম্পাদক রুবেল মিয়া, জেলা প্রশাসক কার্যালয়ের উপ প্রশাসনিক কর্মকর্তা মো: শাহজাদা খান প্রমুখ।
এমসময় বক্তারা বলেন, সরকারের সকল বৈধ আদেশ বাস্তবায়ন করা আমাদের কাজ। এরই প্রেক্ষিতে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীগণ গত ২২ তারিখ শহরের আনন্দ বাজরের বাশ পট্টি লীজ বরাদ্দকৃত জায়গা রক্ষণাবেক্ষণ করতে গেলে দুর্বৃত্তরা তাদের উপর হামলা করে। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি ঘটনার দায়িদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানায়। এই ঘটনার প্রতিবাদে দুটি মামলা দায়ের করা হয়। বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দেয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম জানান, ঘটনার সুষ্ঠু তদন্তে দায়িদের বিচারের আওতায় আনা হবে।
উল্লেখ্য, শহরের আনন্দবাজারের পুরাতন বাশ বাজারটি জেলা প্রশাসন ৩৩ জন ব্যক্তিকে লীজ দেয়। এই নিয়ে শহর জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এই ঘটনায় ব্যবসায়ীদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। এখানে লীজ বাতিল করে পণ্য লোড—আনলোডের জন্য একটি ট্রাক স্ট্যান্ড দাবি করে আসছিল ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত। তাদের এই দাবির প্রতি বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল একাত্ত্বতা পোষণ করে। অবশেষে গত সোমবার জেলা প্রশাসন এক সভায় লীজ বাতিলের ঘোষণা দেন।
এমআর//
আরও পড়ুন










