ঢাকা, রবিবার   ২৪ আগস্ট ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনের সীমানা নির্ধারণ নিয়ে হাতাহাতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৫, ২৪ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশের সংসদীয় এলাকার সীমানা নিয়ে আজ শুনানি শুরু করেছিল নির্বাচন কমিশন বাইসি। নির্বাচন ভবনে শুনানি চলাকালে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি-আপত্তির শুনানি চলাকালে হাতাহাতির ঘটনা ঘটে।

এসময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও অন্যান্য নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। একই সময় বিএনপির কেন্দ্রীয় নেতা রুমিন ফারহানা ইসিতে উপস্থিত ছিলেন।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া প্রকাশের পর পক্ষে ও বিপক্ষে আবেদন জমা পড়ে। আজকের শুনানির একপর্যায়ে দুই পক্ষ উত্তেজিত হয়ে পড়ে এবং মারামারি শুরু করে। পরে ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

পরে ইসি সচিব ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের জন্য শুনানি শেষ করেন এবং উভয়পক্ষকে শুনানি কক্ষ ত্যাগ করার অনুরোধ জানান।

শুনানি শেষে সংঘর্ষ নিয়ে এ বিষয়ে রুমিন ফারহানা বলেন, ‘একজন অপরিচিত ব্যক্তি আমাকে ধাক্কা দেন। আমি তো একজন নারী, স্বাভাবিকভাবেই আমার লোকজন চুপ করে থাকবে না। পরে ওই ব্যক্তি আবার তেড়ে আসেন, ফলে আমার অনুসারীরা প্রতিক্রিয়া দেখিয়েছে।’

অপরদিকে, এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ  দাবি করেন, শুনানি চলাকালে তার ওপর হামলার ঘটনা ঘটেছে।

সীমানা নিয়ে আজ এই শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত রয়েছেন। গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন।

এর মধ্যে ৮৩টি সংসদীয় এলাকার সীমানা নিয়ে দেড় হাজারের বেশি দাবি-আপত্তির আবেদন জমা হয় নির্বাচন কমিশনে। এসব আবেদন নিয়ে আজ থেকে শুনানি শুরু হয়েছে। এই শুনানি চলবে আগামী ২৭ অগাস্ট পর্যন্ত।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি