ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৭, ১২ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়েছে দুবৃর্ত্তরা। এতে আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। তবে টাকার ভোল্টের কোনো ধরণের ক্ষতি হয়নি বলে জানা যায়। 

মঙ্গলবার (১১ নভেম্বর) মধ্যরাতে উপজেলার চান্দুরা এলাকায় গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় এ ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখার ব্যবস্থাপক মো. কলিম উদ্দিন বলেন,  “রাত ২টার দিকে কে বা কারা বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। নৈশপ্রহরী বিষয়টি টের পেরে তাদেরকে জানান। পরে স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন পুরোপুরি নেভিয়ে ফেলেন।”

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কে বা কারা আগুন লাগিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি